ক্যানসারের তিনটি অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঔষধ তিনটি হল- জি অ্যাজাথিওপ্রিন ট্যাবলেট (৫০০ এমজি), জি লুমাস্টিন ক্যাপসুল(১০ এমজি) ও জি টেমক্সিফেন ট্যাবলেট (৫০ এমজি)। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। প্রজ্ঞাপনে বলা করা হয়, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্যানসার রোগীদের সহায়তার জন্য বিনা মূল্যে তিন প্রকার...

